শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়  -কাদের

শোকের মাস আগস্টে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে শেষ মুহূর্তের ঈদ প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন ওবায়দুল কাদের।


সভায় করোনা সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ সচেতনতা ও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান তিনি।


এসময় মন্ত্রী বলেন, আগস্ট মাস শোকের মাস। বঙ্গবন্ধুকে স্বপরিবারে এই মাসে শহীদ করেছে দেশবিরোধী শত্রু পক্ষ। এ মাসেই জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার ওপর গ্রেনেড হামলা করা হয়। এ কারণে আগস্ট মাস শোকের মাস। বঙ্গবন্ধু ও শোকের মাস আগস্টের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি বা অনিয়ম করে, তবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

 

টাইমস/এসএন

Share this news on: